গাজীপুরে আদালত থেকে ২ জন আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার বিকেলে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জনান, ৩০-৪০ জনের একটি দল আদালত প্রাঙ্গণে এসে এলোপাথারি মারধর শুরু করে মানুষকে আতঙ্কিত করে। পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে আসামিদের ছিনিয়ে নেয়া হয়।
আইনজীবীরা বলছেন এই ঘটনা আমাদের জন্য হুমকি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।
আইনজীবীরা বলছেন, এমন ঘটনা আমাদের ও দেশের জন্য হুমকি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এসময় প্রশাসনের কাছে নিরাপত্তার দাবিও জানান তারা