শাহ আলম, কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগতির অজ্ঞাত এক গাড়ি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, টাঙ্গাইল শহরের বাসিন্দা রাকিব (২৮) ও রিজভী (২৭)।যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন জানান, যমুনা সেতু এলাকা থেকে ঘুরে টাঙ্গাইলে ফেরার পথে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের পরিবারের আবেদনের পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।