সোমবার, মার্চ ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামীকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দিনে-রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না।’

আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।’

বনশ্রীর ছিনতাইয়ের ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, ‘এতে দোসররা জড়িত। ঘটনাটি বনশ্রী এলাকায়, আমার নজরে আছে। সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’

ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে সরকার সব সময় সচেতন আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে সরকার সব সময় সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সব সময় সজাগ আছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলোর যদি উন্নতি হয়, তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি সেটা করব।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা