বুধবার, মার্চ ১২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়অভ্যুত্থানে অংশ নিয়ে উল্টো হত্যা মামলায় আসামি হলেন ছাত্রদল নেতা, সংবাদ সম্মেলনে...

অভ্যুত্থানে অংশ নিয়ে উল্টো হত্যা মামলায় আসামি হলেন ছাত্রদল নেতা, সংবাদ সম্মেলনে ক্ষোভ

নিজে সম্মুখভাগে উপস্থিত থেকে ছাত্রজনতার অভ্যুত্থানে অংশ নিলাম। একই অভ্যুত্থানে হত্যার ঘটনায় আমাকেই আসামি করা হলো । এর চেয়ে দুঃখজনক আমার জন্য আর কি হতে পারে।পতিত শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে হওয়া ছাত্রজনতার অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের নিজের ছবি দেখিয়ে কথাগুলো বলছিলেন রাহাত হাসান রাব্বি নামের এক ছাত্রদল নেতা। শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন

পিয়ার আলী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হাসান বিপুল,গাজীপুর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফকির শাকিল মাহমুদ। রাহাত হাসান রাব্বি উপজেলার মাওনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। তিনি মাওনা উত্তরপাড়া গ্ৰামের মো. জমির উদ্দিনের ছেলে । এর আগে আওয়ামী লীগের শাসনামলে তিনি গায়েবি মামলার আসামি হয়েছিলেন। কেন্দ্রীয় উলামা দলের সাবেক সভাপতি মাওলানা এস এম রুহুল আমিনের  সঙ্গে একবার পুলিশের হাতে গ্রেপ্তার হন।
নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুসংডহর গ্ৰামের মো. মুন্সি মিয়ার স্ত্রী মোসা. কুলসুমা আক্তার বাদি হয়ে গাজীপুর আদালতে শনিবার মামলাটি করেন। বাদি গত ২০২৪ সালের ৫ আগস্ট শ্রীপুরের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় গুলিতে নিহত মো. রাসেলের মা । ওই মামলায় রাহাত হাসান রাব্বি  ৪৩ নং আসামি।
সংবাদ সম্মেলনে রাহাত হাসান রাব্বি দাবি করেন, শেখ হাসিনা সরকারের পতনের উদ্দেশ্যে শুরু হওয়া আন্দোলনে তিনি সক্রিয় অংশ নিয়েছিলেন। আন্দোলনটি গণ অভ্যুত্থানে রুপ নেওয়ার সময় রাজধানীর উত্তরায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সশরীরে উপস্থিত ছিলেন। এমনকি ৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় সময় তিনি উত্তরায় আন্দোলনের মাঠে ছিলেন। রাহাত হাসান রাব্বি বলেন, নিজের নাম মামলায় দেখে এতটা অবাক হয়েছি, যা বলে বুঝাতে পারব না। আন্দোলন করেও মামলা খেলাম। আসলে আমাকে কেন মামলায় জড়ানো হলো, কে জড়ালো, কিছুই জানি না। তবে মনে হচ্ছে আমাকে রাজনীতি থেকে সরিয়ে রাখার স্বার্থে কেউ এটা করেছে। যারা এই দুর্বৃত্তপণা করেছে , তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমি এই ঘটনায় দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপ চাই। শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত এ প্রসঙ্গে মুঠোফোনে বলেন, ‘ যেখানে ফ্যাসিস্টদের দোসরদের নাম দেওয়ার কথা, সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের নাম দেওয়া হচ্ছে। মামলাকে দুর্বল করা ও ছাত্রদলকে বিতর্কিত করার এটি একটি হীন চেষ্টা। আমি এমন ঘটনায় ক্ষুব্ধ। রাহাত হাসান রাব্বিকে একই কারণে ষড়যন্ত্রমূলক ভাবে মামলার আসামি করা হয়েছে।
মামলার নথিতে থাকা বাদি মোসা. কুলসুমা আক্তারের মুঠোফোনে কল দিলে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি তা রিসিভ করেন। তিনি বলেন, ‘ আমি হলাম কৃষক মানুষ। আমার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। ওই কুলসুমা নামের নারীকে তো চিনিই না। অথচ আমার নাম্বার দিয়ে রেখেছে। আমি কৃষি আবাদ কইরা খাই। এইভাবে হয়রানি করলে আমার তো কাজকর্ম সব লাটে উঠবে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামীম আখতার বলেন, এখনো কোর্ট থেকে আমাদের থানায় এমন মামলা আসেনি।
দৃষ্টি আকর্ষণঃ মামলা বিষয়ে নিশ্চিত হতে আদালত সংশ্লিষ্ট কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা