বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে-বেনজির আহমেদ টিটো

শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে-বেনজির আহমেদ টিটো

শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।” — এমন মন্তব্য করেছেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

তিনি বলেন, “শিশুদের মাঝে শিক্ষা ও প্রতিযোগিতার চেতনাকে জাগিয়ে তোলার জন্য ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন মেধাবীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে সাপ্তাহিক ইনতিজার আয়োজিত ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ইনতিজার পত্রিকার সহ সম্পাদক সৈয়দ মহসিন হাব্বি সবুজ এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, প্রধান আলোচক ছিলেন, ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা প্রমুখ।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শাহ আলম
কালিহাতী প্রতিনিধিঃ
০১৭১২৯০৮০৬৮

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা