বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
No menu items!
বাড়িইসলামবিশ্ব ইজতেমা : প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

বিশ্ব ইজতেমা : প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

টঙ্গীর তুরাগ তীরে চলছে মুসলিম বিশ্বাের বৃহৎ মিলনমেলা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। শনিবার (১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মাধ্যমে ধারাবাহিক বয়ান শুরু হয়েছে।ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থিরা।বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।বয়ানে নিজেদের ঈমান-আমল বৃদ্ধি, পরকালের প্রস্তুতি, বিশ্বজুড়ে দ্বীন কায়েম এবং মুসলিমরা কীভাবে এক ও নেক থাকতে পারেন, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের পর আলেমদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আর ছাত্রদের উদ্দেশে নামাজের মিম্বরে বয়ান করবেন মাওলানা আকবর শরিফ (ভারত)।

এছাড়া বাদ যোহর মাওলানা ইসমাঈল গোদরা (ভারত), বাদ আসর মাওলানা জুহায়ের (ভারত), বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলা এবং রোববার বাদ ফজর মাওলানা আব্দুর রহমান (ভারত) নসিহত পেশ করবেন।

এদিন আখেরি মোনাজাতের পূর্বে নসিহতমূলক বক্তব্য দেবেন মাওলানা ইব্রাহীম দেওলা। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জুবায়ের সাহেব।

বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপের দ্বিতীয় দিন আজ। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা