ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্থানীয় এক বিএনপির নেতার দ্বারা নির্যাতিত অসহায় এক বিধবা মহিলার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমা নামে এক বিধবা মহিলার বাড়িতে গিয়ে সহযোগিতার হাত বাড়ান।তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিএনপির মুখপাত্র আরো বলেন, ‘অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।এ সময় রিজভীর সাথে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান তুষার প্রমূখ।