রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িঅর্থনীতিদ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসছে কনটেইনারবাহী জাহাজ

দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসছে কনটেইনারবাহী জাহাজ

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। গত ১১ ডিসেম্বর দেশটির করাচি বন্দর থেকে ৮২৫ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা জাহাজটির।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটিতে আসা কনটেইনারগুলোতে পোশাক শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য মূলত রাসায়নিক ও খনিজ পদার্থ রয়েছে। এর আগে একই জাহাজ ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দর পৌঁছে। ওইসময় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথমে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে। এরপর সেখান থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছে। ওইসময় জাহাজটির বিভিন্ন কনটেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেশিয়াম ভাঙা কাচ, কাঁচামাল কাপড়, রং গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। ১২ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিল।প্রথমবার পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রাম পণ্য আনা-নেওয়া হতো। তবে আগে হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। ওইসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনা হয়েছে বলে গুজব রটানো হয়েছিল।পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৮২ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে অন্তত দ্বিগুণ বেশি কনটেইনার আসছে। সরাসরি জাহাজটি আসায় কয়েকদিন সময় কম লাগছে। এতে করে ব্যবসায়ীদের খরচও সাশ্রয় হচ্ছে।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা