গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) উদ্যোগে ৩শ শীতার্ত পরিবারের মাঝে গাজীপুর বিজিবি ৬৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১০টার দিকে ‘ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠ’ এ শীত বস্ত্র বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, পিবিজিএম, পিএসসি, পদাতিক, অধিনায়ক গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) সাথে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মুয়াজ, পিবিজিএমএস।এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক কাজী শহিদ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়াল গড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মেম্বার আবিদ হোসেন বাবুল, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইতিপূর্বে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতে এধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।