গাজীপুরের সিংড়াতলী এলাকার একটি শালবন থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সিংড়াতলী গ্রামের রেনুর ভিটা নামক স্থানের শালবন থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ইয়াছিন (৪০) তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন এবং সিংড়াতলী এলাকায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা শালবনে মরদেহটি দেখতে পান এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানিয়েছে, তিনি গতকাল রাতে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। তার অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, খুব শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করা হবে। পুলিশ দোষীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।