রবিবার, এপ্রিল ২০, ২০২৫
No menu items!
বাড়িআবহাওয়াগাজীপুরে বজ্রপাতে প্রাণ হারালেন দুই কৃষক

গাজীপুরে বজ্রপাতে প্রাণ হারালেন দুই কৃষক

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন – কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে কৃষক  শুকুর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ইফাজকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, দুপুরে ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
অপরদিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকার কৃষক শুকুর আলী(৫৫) দুপুর ১টার দিকে মাঠে কাজ করতে যান । এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র।
কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন আলী বলেন, কৃষক শুকুর আলী দুপুরে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা