বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় দায়ের করা নাশতার আরও এক মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্টে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা বাতিল করেন হাইকোর্ট। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।