অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ইউনিয়ন অফ এসএসসি ১৯৯৪ বাংলাদেশ ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল এর মধ্যে চিকিৎসা সেবা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
১৪ জুন, বারাকাহ ফাউন্ডেশন সভাকক্ষে এ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (হেড অব একাউন্টস এন্ড ফাইনান্স) মোজাফফর হোসেন খান মজলিশ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার ইনচার্জ ( মিডিয়া ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ) এইচ এম দুলাল এবং ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ এর পক্ষে এসএম আমিনুর ইসলাম রানা, গ্রুপের নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, তানবীরুল ইসলাম চঞ্চল, এপিএল প্রোপ্রার্টিজ লিমিটেড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহজাহান কবির, ইসলাম এগ্রো ফিসারিজ ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, লায়ন মোঃ জসিম উদ্দিন ও বার্ড আই হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসেস সিইও রাজিব মাহমুদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। আরো উপস্থিত ছিলেন বিজনেস প্রোমোশন এক্সিকিউটিভ মোঃ মোশতাক আহমেদ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ সাদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ গ্রুপের সদস্য আহমেদ মনির, আইবিএম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাদের নিজেদের অবস্থান থেকে বিভিন্ন সুবিধা বিনিময় সহ মূল্যবান বক্তব্য রাখেন। ইউনিয়ন অফ এসএসসি ৯৪ ব্যাচের দেশ এবং দেশের বাহিরের সকল কর্মকর্তা-কর্মচারী,বিশিষ্ট ব্যবসায়ী, সাধারণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।