গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সৃজিত বাগান থেকে গাছ কেটে পাচার করার সময় বাধা দেওয়ায় কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গাছ পাচারকারীদের বিরুদ্ধে। স্থানীয় পৌর যুবদল নেতা কবির হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর রেঞ্জের সদর বিট লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, পটকা গ্রামের আঃ খালকের পুত্র কবির হোসেন, শ্রীপুর গ্রামের কাজিম উদ্দিনের পুত্র সবুজ মিয়া ও হাজী সোবহানের পুত্র আলমগীর হোসেন সহ অঞ্জাত ১০/২০ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর সদর বিটেরলোহাগাছ এলাকায় বনের গাছ কেটে পাচার করার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন কর্ককর্তারা। এ সময় যুবদল নেতা কবির হোসেনের নেতৃত্বে দা লাঠি নিয়ে হামলা চালায় ১০-১২ জনের একটি দল। এরপর বন কর্মকর্তাদের প্রান নাশের হুমকি দেন।
রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান,কোন মতো জীবন নিয়ে ফিরে এসেছি। বনভূমিকে মানুষ এখন নিজে সম্পত্তি মনে করে।এ সময় তারা ৩০টি গজারি গাছ লুট করে নিয়ে গেছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, যুবদল নেতা কবির হোসেনের নেতৃত্বে কিছুদিন পুর্বে জিয়া স্মৃতি সংসদের নাম করে বনভূমি দখলের অভিযোগ রয়েছে।