শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
No menu items!
বাড়িকৃষি ও প্রকৃতিঝলকানিতে তীব্র শীতে হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগ

ঝলকানিতে তীব্র শীতে হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় গত কয়েক দিনে তীব্র শীত, ঘন কুয়াশা ও ঘুরি ঘুরি বৃস্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। প্রচন্ড ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রতিদিন শ্রম বিক্রি করা মানুষেরা পরেছে চরম বিপাকে।শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে শীতের সাথে গুরি গুরি বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন অচল হয়ে পড়েছে। একদিকে শীত তার উপর বৃষ্টিতে চরম ভোগান্তিতে পরেছে এ অঞ্চলের মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।কাঁঠালিয়ার জমাদ্দার হাটের হোটেল ব্যবসায়ী মো. সেলিম ঘরামি জানান, কয়েকদিন ধরে প্রচুর শীত থাকায় এবং গতকাল রাত থেকে গুরি গুরি বৃষ্টি হওয়ায় বাজারে তেমন মানুষ আসে না। তাই বেচা-বিক্রি খুবই কম।শ্রমিক মো. স্বপন খান বলেন, আমি একজন দীনমজুর, বাজার টেনে সংসার চালাই, সকাল থেকে বৃষ্টি ও শীত থাকায় বাজারে কোন মানুষ আসে নাই। তাই বাজার টানতে পারি নাই, টাকাও পাই নাই, বাজারও করতে পারিনি।রিক্সা চালক মো. তোকাব হাওলাদার বলেন, সকাল থেকে বৃষ্টি থাকায় কোন আয়-রোজগার করতে পারি নাই। ঘরে অসুস্থ স্ত্রী তার জন্য প্রতিদিন ঔষুধ নিতে হয়। আল্লাহ জানে আজকে ঔষধ নিতে পারবো কিনা।কাঠালিয়া সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক সোহাগ মজুমদার জানান, তীব্র শীত ও বৃষ্টি থাকায় শিশু-বৃদ্ধরা ঠান্ডা জনিত রোগ বিশেষ করে কাশি ও সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা