বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
No menu items!
বাড়িকৃষি ও প্রকৃতিকালিহাতীতে ফুলকপির দরপতনে বিপাকে কৃষকরা

কালিহাতীতে ফুলকপির দরপতনে বিপাকে কৃষকরা

শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফুলকপির বাজারে নজিরবিহীন দরপতন দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন কৃষকরা।সরেজমিনে গিয়ে জানা যায়, মাত্র ২-৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি ফুলকপি। মাঝে মাঝে এই দামেও বিক্রি করা যাচ্ছেনা। যা উৎপাদন খরচের একাংশও পূরণ করতে পারছে না। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কোন কোন কৃষক রাগে কষ্টে ক্ষোভে ক্ষেতের কপি ক্ষেতেই নষ্ট করে ফেলছেন।কালিহাতী উপজেলার ধুনাইল গ্রামের কৃষক আসকর আলী জানান, ২০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করতে তার খরচ হয়েছে প্রায় ১৫-২০ হাজার টাকা। অথচ বর্তমান বাজারদর এতোই কম যে পরিবহন খরচ মেটানোও সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আমরা দিনরাত পরিশ্রম করে যে ফসল ফলাই, তার দাম যদি এমন হয়, তাহলে আমরা বাঁচব কীভাবে?কৃষকদের দাবি, এ ধরনের বিপর্যয় মোকাবিলায় সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা স্থানীয় পর্যায়ে কোল্ড স্টোরেজ স্থাপন, সরাসরি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা এবং সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।এই দরপতন শুধু কৃষকদের অর্থনৈতিক ক্ষতিই করেনি, বরং তাদের মানসিক চাপও বাড়িয়ে দিয়েছে। সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে কৃষি খাতের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা