ইউক্রেনে সেনা অভিযানের মধ্যে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার সফল এই পরীক্ষা পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, এখন থেকে রাশিয়াকে হুমকি দিতে হলে দুবার ভাবতে হবে।
অত্যাধুনিক এই সারমাট ক্ষেপণাস্ত্র দিয়ে খুব সহজেই যুক্তরাষ্ট্রের ভূখন্ড আঘাত হানা সক্ষম। প্রতিবার উৎক্ষপণে অন্তত ১০টি ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বহন করা যাবে পরমাণু অস্ত্রও। এদিকে, মস্কোর এই পদক্ষেপ গভীর ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এখনই একে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার একটি বেসরকারি ব্যাংক ও বেশ কয়েকজন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন।
ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য কিছু নেই, অদূর ভবিষ্যতেও হবে না। অভিনব এই অস্ত্র আমাদের সশস্ত্র বাহিনীর লড়াইয়ের সক্ষমতাকে আরো দৃঢ় করবে, বহির্বিশ্বের হুমকির হাত থেকেও রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করবে। আর যারা রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদেরকে দ্বিতীয়বার ভাবাবে।