‘‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস আইডিয়া বেইজড্ রিয়েলিটি শো’’- এর ভার্চ্যুয়াল উদ্বোধন আগামীকাল
গ্রিন টেক ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল অর্থায়ন বিভাগ ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সহযোগিতায় আগামী ৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১.৩০ মিনিটে পরিবেশ বান্ধব এবং এ সর্ম্পর্কিত ব্যবসা সমূহের ধারণাভিত্তিক রিয়েলিটি শো এর ভার্চ্যুয়াল উদ্বোধন ঘোষণা করা হবে। গ্রামীণ ব্যাংক ও গ্রিনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান, বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. আতিফ রহমান, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সাধারণ ব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত প্রমুখ।
গ্রিনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন বিআইবিএম প্রফেসর ড. শাহ মো: আহসান হাবিব।