গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো(কালিয়াকৈর(KG)গ্রুপ)পরিবার।সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দুই মাস বয়সী ব্রেনে পানি জমা ফুটফুটে একটি শিশু ও গ্রুপের এক বোনের বাবার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে। গ্রুপের মাধ্যমে সংগৃহীত মোট ৩৩ হাজার সাতশ টাকার মধ্যে শিশুটির পরিবারের কাছে ২৫ হাজার সাতশ টাকা এবং বাকী ৮ হাজার টাকা ঐ বোনের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়।
সম্প্রতি কালিয়াকৈর পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মহাসিন উজ্জামানের মাধ্যমে এই অর্থ দুই পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
কেজি এডমিন বলেন, (কালিয়াকৈর(KG)গ্রুপ) তাদের নিজস্ব ফেসবুক পেইজে অসহায় শিশুটির চিকিৎসার জন্য অর্থ সহায়তা চেয়ে পোষ্ট দেয়। এ পোষ্টে সাড়া দিয়ে অনেক হৃদয়মান মানুষ এগিয়ে আসে।যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে প্রতি কেজি পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মানবতার প্রতীক মো জুয়েল পালোয়ন।সামনে এধরণে মানবতামূলক কাজের পাশে থাকেন বলেও তিনি আশ্বাস দেন।
বর্তমানে কালিয়াকৈর গ্রুপে ২৩ হাজারের উপরে সদস্য রয়েছে।
কেউ যদি সাহায্য করতে চান নিচে নাম্বার দেয়া আছে।
বিকাশ-নগদ-রকেট-01711666185
স্বদেশ সমাচার/ এসএ