বাংলাদেশের সব চেয়ে বড় এয়ারকুল চিলার তৈরি করে রেকর্ড গড়ল আরনেস্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি যারা ২০১০ সাল থেকে বাংলাদেশে চিলারসহ কুলিং সম্পর্কিত সব ধরনের পণ্য নিয়ে কাজ করে আসছে।
গত দশ বছরের এই যাত্রায় এটাই ছিল আরনেস্টের তৈরি সব চেয়ে বড় এয়ারকুল চিলার। এই আরনেস্ট ডে উদযাপনের লক্ষ্যে পুরো আরনেস্ট পরিবার এক সাথে মিলিত হয়েছিল নারায়ণগঞ্জে অবস্থিত আরনেস্টের ফ্যাক্টরিতে।
বিগত বছরগুলোর সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভালো খারাপ দিক গুলো এবং ভবিষ্যৎ পরকল্পনা সহ যাবতীয় সকল কিছু নিয়ে বক্তব্য প্রদান করেন আরনেস্টের ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ, টেকনিক্যাল ডিরেক্টর আক্তারুজ্জামান সোহাগ, মার্কেটিং ডিরেক্টর পার্থ পোদ্দার, ফ্যাক্টরি ম্যানেজার এস কে জাব্বার আলি ও ভারত থেকে অনলাইনের সংযুক্ত হয়েছিলেন আরনেস্টের টেকনিক্যাল উপদেষ্টা আলি রেজা আক্তারুজ্জামান। পুরো প্রোগ্রাম সঞ্চালনা করেন শাহিদ শাওন।
চিলারের পাশাপাশি আরনেস্ট ডিহিউমিডিফায়ার, কুলিং টাওয়ার, কোল্ড রুম, ক্লিন রুম, এইচ ভি এ সি, এয়ার ড্রাইয়ার সহ সব ধরনের কুলিং রিলেটেড পণ্য নিয়ে সাফলের সাথে কাজ করে আসছে যা http://earnest.com.bd ওয়েব সাইটে গেলে আরও বিশদভাবে দেখা যাবে।
বাংলাদেশে তৈরি এই সব পণ্য খুব শিগ্রই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াবে বলে আশা ব্যাক্ত করছে কোম্পানিটির পরিচালনা পরিষদ।